Thursday, January 12, 2012

দলীয় সঙ্গীতে শ্রেষ্ঠ মুন্সীগঞ্জ জেলার ‘অন্বেষণ বিক্রমপুর’

দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা 
দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দলীয় সঙ্গীতে প্রথম পুরস্কার স্থান লাভ করেছে মুন্সীগঞ্জ জেলার ‘অন্বেষণ বিক্রমপুর’। শুক্রবার রাতে ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলাএকাডেমীর জাতীয় নাট্যশালায় এই পুরস্কার প্রদান
করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি। প্রতিমন্ত্রীর হাত থেকে পুরস্কারটি গ্রহন করেন ‘অন্বেষণ বিক্রমপুর’র সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। এই অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে দেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৩৩৫৬ জন শিল্পী বিভিন্ন শাখায় অংশ নেয়। জাতীয় পর্যায়ের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ৩টি ধাপে বিভিন্ন শাখায় পুরস্কারের জন্য নির্বাচিত হন ৭৮ জন।


No comments:

Post a Comment